একুশে বইমেলা

বইমেলায় দেশের সেরা ১০ বই

‘চেতনায় ঐতিহ্য’—স্লোগানকে ধারণ করে দেশ পাবলিকেশন্স পথ চলছে এক যুগ ধরে। দেশের সাহিত্যপ্রেমীদের হাতে সেরা বই তুলে দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রকাশনা সংস্থাটি প্রতি বছর বাছাই করা নির্বাচিত বই প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় এবারের অমর একুশে বইমেলায় দেশ পাবলিকেশন্স প্রকাশ করেছে ৩৭টি নতুন বই। এর মধ্যে পাঠকপ্রিয়তা ও বিক্রির শীর্ষে থাকা বইগুলো নিয়ে প্রকাশিত হয়েছে ‘দেশের সেরা ১০ বই’ শীর্ষক তালিকা।

Advertisement

২০২৫ সালের নির্বাচিত সেরা ১০ বই হচ্ছে—ঈশিতা ইমুর ‘মায়া হারানোর গল্প’, মুনির আহমেদের ‘গণতন্ত্র ও রাজনীতির পোস্টমর্টেম’, খোন্দকার শাহ্ আলমের ‘রুম নম্বর ২১০’, জোহরা রুবীর ‘গেরুয়া গোধূলির বাঁকে’, ইকবাল খন্দকারের ‘সুন্নত’, অরণ্য পাশার ‘বনলতার পিঠে ট্যাটু ছিল না’, চৈতী চক্রবর্তীর ‘অনুভূতির চিঠি’, কল্লোল মজুমদারের ‘আগুন জ্বলে আতশী কাচে’, এমি জান্নাতের ‘ধোঁয়া’, ফাহমিদা ফারুকের ‘ক্লাউড নাইন’।

আরও পড়ুন

এবার মোট প্রকাশ হলো ৩ হাজার ২৯৯ নতুন বই নারী ফুটবল নিয়ে বই ‘অপরাজিতা’র মোড়ক উন্মোচন

দেশের সেরা ১০ তালিকা প্রকাশ করে দেশ পাবলিকেশন্সের প্রকাশক অচিন্ত্য চয়ন বলেন, ‘প্রতি বছরের মতোই তরুণ লেখকদের উৎসাহ দিতে এবং পাঠকদের হাতে সেরা বই তুলে দেওয়ার লক্ষ্যে আমরা দেশের সেরা ১০ বই নির্বাচন করেছি। তবে এই তালিকার বাইরেও আরও অনেক মানসম্মত বই রয়েছে, যা পাঠকের ভালো লেগেছে। শুধু বিক্রির ওপর ভিত্তি করেই এ তালিকা তৈরি করা হয়েছে। তবে অন্য বইগুলোও পাঠকের জন্য প্রয়োজনীয়। বইপ্রেমীদের জন্য সুখবর হলো—সেরা ১০টি বই ৩০% ছাড়ে সংগ্রহ করা যাবে। এ সুযোগ ঈদ পর্যন্ত চলবে।’

Advertisement

সাহিত্যের প্রতি ভালোবাসার সংযোগ আরও দৃঢ় করতে দেশ পাবলিকেশন্স বরাবরের মতোই পাঠকদের হাতে সমৃদ্ধ, মানসম্পন্ন ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো বই তুলে দিচ্ছে। পাঠকরা চাইলে সরাসরি দেশ পাবলিকেশন্সের অফিস, অনলাইন বুকস্টোর ও নির্দিষ্ট বই বিক্রয়কেন্দ্র থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন।

এসইউ/এমএস