শিক্ষা

প্রাথমিকের উপজেলা শিক্ষা কমিটি পুনর্গঠনের নির্দেশ

প্রাথমিকের উপজেলা শিক্ষা কমিটি সংশোধন করে পুনর্গঠনের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে এ কমিটির কর্মপরিধিও নির্ধারণ করা হয়েছে।

Advertisement

নতুন নির্দেশনা অনুযায়ী- উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্যসচিব করে ১২ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

এছাড়া প্রতি মাসে অন্তত একবার কমিটির সভা আহ্বান করে প্রাথমিক শিক্ষার সার্বিক অবস্থা সম্পর্কে জেলা টাস্কফোর্স কমিটির কাছে সুপারিশ ও প্রস্তাব পাঠাতে হবে। এ সংক্রান্ত আদেশ জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়। এতে সই করেছেন উপসচিব ইসরাত জাহান।

Advertisement

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী কমিটির সদস্য হবেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীকে।

এছাড়া আহ্বায়কের মনোনীত একজন উপজেলা সহকারী শিক্ষা অফিসার, দুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, (একজন নারী ও একজন পুরুষ) এবং প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক থাকবেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, উপজেলা পর্যায়ের সব সরকারি, বেসরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয় শিক্ষার সার্বিক অবস্থা ও অগ্রগতি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করবে এ কমিটি।

কমিটির উল্লেখযোগ্য কাজগুলো হলো- উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিখন কাজের উন্নয়ন, যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপণ ও দূরীকরণে কার্যক্রম গ্রহণ, উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীর ভর্তির হার বৃদ্ধি, ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধ, ৬-১০ বছর বয়সী সব শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিশু জরিপের সঠিকতা যাচাই পর্যালোচনা করতে হবে।

Advertisement

এএএইচ/এমকেআর