অর্থনীতি

‘হানি বার্ড’ ক্যাম্পেইন বিজয়ীরা পেলেন ইন্দোনেশিয়া ভ্রমণের প্যাকেজ

বিয়ের মৌসুম ঘিরে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার পণ্যের চেইন শপ রিগ্যাল এম্পোরিয়াম আয়োজিত ‘হানি বার্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Advertisement

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ইন্দোনেশিয়া ভ্রমণের কাপল ট্যুর প্যাকেজ তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘আমরা ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে সব ধরনের স্টাইলিশ ফার্নিচার সরবরাহ করে আসছি। ভবিষ্যতে আরও সাশ্রয়ীমূল্যে ক্রেতাদের হাতে ফার্নিচার পৌঁছে দিতে আমরা নতুন নতুন প্রযুক্তির সহায়তায় ফার্নিচার তৈরি করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি।’

রিগ্যাল ফার্নিচারের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান বলেন, ‘আমরা সবসময় ক্রেতাদের একটা ভালো অভিজ্ঞতা দিতে চাই, এই লক্ষ্যে আমরা হানি বার্ড ক্যাম্পেইন নিয়ে এসেছি। রিগ্যাল ফার্নিচারকে আরও জনপ্রিয় করতে এবং সব ধরনের ক্রেতাকে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করার পরিকল্পনা আছে।’

Advertisement

অনুষ্ঠানে আরএফএল রিটেইল চেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহাত জাহান শামীম, আরএফএল রিটেইল চেইনের হেড অব মার্কেটিং শফিক শাহিন, রিগ্যাল এম্পোরিয়ামের প্রধান বিক্রয় কর্মকর্তা আনোয়ার হোসেন, ব্র্যান্ড ম্যানেজার নাহিদ আহমেদ অভিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে রিগ্যাল এম্পোরিয়ামের ১৫০টি শোরুম রয়েছে। এসব শোরুমের মাধ্যমে সাশ্রয়ীমূল্যে আধুনিক ও স্টাইলিশ ফার্নিচার পণ্য ও সেবা পাচ্ছেন ক্রেতারা।

বিএ/এএসএম

Advertisement