জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভুয়া আইডি কার্ডধারী আবু হুরাইরা (২২) নামের এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Advertisement
বুধবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হলের ২১৩ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।আটক আবু হুরাইরা সিরাজগঞ্জের মিরপুর গ্রামের বাসিন্দা।
হলের কক্ষে অবস্থানকালে শিক্ষার্থীরা তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে। পরে জিজ্ঞাসাবাদ করে প্রক্টোরিয়াল টিমকে খবর দেয়। প্রক্টরিয়াল টিম তাকে জিজ্ঞাসাবাদকালে তার কাছ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হুরাইরা স্বীকার করেন যে, তিনি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী পরিচয় দিতেন।
Advertisement
এ বিষয়ে হলের ৫৩তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. রিফাদুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিচয় সন্দেহজনক মনে হওয়ায় আমরা খোঁজ নিয়ে জানতে পারি তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে এর আগেও ২১২ নম্বর কক্ষে থেকেছেন এবং আজও থাকার উদ্দেশ্যে এসেছেন। আমরা তাকে ২১৩ নম্বর কক্ষে আটকে রেখে হল প্রশাসনকে জানাই। পরে প্রশাসন এসে প্রক্টর অফিসে নিয়ে যায়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, তিনি ভুয়া পরিচয় ব্যবহারের কথা স্বীকার এবং আমরা তার কাছ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি নকল আইডি কার্ড উদ্ধার করি। এরপর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা আসেন। পরে লিখিত বক্তব্য নেওয়ার পর আমরা তাকে পরিবারের জিম্মায় দিয়েছি।
সৈকত ইসলাম/এএইচ/জিকেএস
Advertisement