জাতীয়

চারদিন ধরে ভাসছিল এমভি মা বাবার দোয়া, উদ্ধার করলো কোস্ট গার্ড

ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ‘এমভি মা বাবার দোয়া’ এর ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

Advertisement

বৃহস্পতিবার (৬ মার্চ) কোস্ট গার্ড সদর দপ্তরের লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া) মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ মার্চ দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) খবর আসে, ‘এমভি মা বাবার দোয়া’ নামক একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে।

আরও পড়ুন সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্য জব্দ করলো কোস্ট গার্ড

এমন তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক উদ্ধার অভিযানে ওই স্থানে যায়। দ্রুত উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল বোটটির ১৩ জন ক্রুকে উদ্ধার করে।

Advertisement

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসা হয়। বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে।

টিটি/এমআরএম/এএসএম