বিনোদন

মেয়েদের ধূমপান নিয়ে চমকের বার্তা

প্রকাশ্যে মেয়েদের ধূমপান নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। সেই ইস্যুতে বার্তা দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ধূমপান-বিতর্ক নিয়ে ফেসবুকে নিজের অবস্থান জানালেন এই তরুণ অভিনয়শিল্পী।

Advertisement

চমকের মতে, সিগারেট নারী-পুরুষ দুজনের জন্যই ক্ষতিকর। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সিগারেট নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর। নারী, পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।’

‘ধূমপান’ নিয়ে বিতর্কের সূত্রপাত রাজধানীর লালমাটিয়ায়। সেখানে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয়রা ওই দুই তরুণীর ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

বিষয়টি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, উন্মুক্ত জায়গায় সিগারেট খাওয়া সবার জন্যই নিষেধ। এটা একটা অফেন্স। এ জন্য প্রকাশ্যে সিগারেট না খাওয়ার পরামর্শ দেন তিনি।

Advertisement

স্বরাষ্ট্র উপদেষ্টার কথার জের ধরে উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক মাধ্যম। মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় সাধারণ মানুষের ভেতরে। তবে অভিনেত্রী চমকের ফেসবুক পোস্টের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন।

আরএমডি/জেআইএম