খেলাধুলা

রান তাড়া করতে নেমে ওয়ানডেতে ৮০০০ কোহলির

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কেন অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, তা দেখে অনেকেই অবাক। যে দলটি রান তাড়া করে জিততে সবচেয়ে বেশি সিদ্ধহস্ত, সেই ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া কিছুটা বোকামিই বটে। বিশেষ করে যে দলে রয়েছেন বিশ্বের সেরা রান তাড়াকারী ব্যাটার, বিরাট কোহলি।

Advertisement

অস্ট্রেলিয়ার করা ২৬৪ রানের জবাবে বিরাট কোহলি করলেন ৮৪ রান। মহাগুরুত্বপূর্ণ এই ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেছে ভারত। সে সঙ্গে দারুণ এক রেকর্ড গড়লেন ভারতীয় এই ব্যাটার। রান তাড়া করতে নেমে একদিনের ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

রান তাড়া করার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় কোহলিকে। সেটা যে শুধু মুখের কথা নয়, তার প্রমাণ কোহলির পরিসংখ্যান। শচিন টেন্ডুলকারের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রান তাড়া করতে নেমে ৮০০০ রান পূরণ করেন কোহলি।

১৭০ ম্যাচে এই সাফল্য অর্জন করলেন তিনি। স্ট্রাইক রেট ৯৩.৩। গড় ৬৪.৭১। রান তাড়া করতে নেমে শচিন ২৪২টি ম্যাচে করেছেন ৮৭২০ রান। তার স্ট্রাইক রেট ৮৮.৪। রান তাড়ায় এখনও পর্যন্ত ২৪টি সেঞ্চুরি করেছেন কোহলি। শচিন করেছিলেন ১৪টি সেঞ্চুরি।

Advertisement

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি করেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে ৫১তম সেহ্চুরি করেন তিনি। আগেই টপকে গিয়েছিলেন সচিনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড।

সব মিলিযে ৩০১টি ওয়ানডে খেলেছেন বিরাট কোহলি। ৫৮.১১ গড়ে, ৯৩.৩৫ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৪১৮০ রান। বিপরীতে ৪৬৩টি ওয়ানডে খেলেছেন শচিন টেন্ডুলকার। ৪৪.৮৩ গড়ে এবং ৮৬.২৩ স্ট্রাইক রেটে করেছেন ১৮৪২৬ রান।

 

আইএইচএস/

Advertisement