জাতীয়

উপদেষ্টা আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন

শপথ নেওয়ার পর উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে (সি আর আবরার) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Advertisement

বুধবার (৫ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

ওয়াহিদউদ্দিন মাহমুদ এতদিন পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। সি আর আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকবেন।

আরও পড়ুনশিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ 

নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ‌্যা হলো ২৩ জন।

Advertisement

বুধবার বেলা ১১টার কিছু পর অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন সি আর আবরার। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন তিনি। এরপর দুপুর ১২টার দিকে তিনি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এসে উপস্থিত হন।

আরএমএম/কেএসআর/এএসএম