গাছের ফুল-ফল ঝরা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কখনো কখনো পরিবেশগত, পুষ্টিগত বা রোগের কারণে অতিরিক্ত ঝরা হতে পারে। এটি গাছের ফলন কমিয়ে দিতে পারে এবং কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
Advertisement
১. গাছের গোড়ার মাটিকে অতিরিক্ত শুকিয়ে যেতে দেওয়া যাবে না।২. ফুল আসার সময় হলে নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রয়োগ করা যাবে না।৩. এ সময় পটাশ জাতীয় সার প্রয়োগ করতে হবে।৪. গাছে ফ্লোরা ব্যবহার করবেন।৫. এ ছাড়া সম্ভব হলে অনুখাদ্য ব্যবহার করবেন।
গাছের ফুল-ফল ঝরে পড়ার কারণ১. পরাগায়নের সময় কোনো কিছু স্প্রে করা যাবে না।২. দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে।৩. রাতে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলেও সমস্যা।৪. বোরন সারের ঘাটতি হলে।৫. ছত্রাকের আক্রমণ হলে।৬. অতিরিক্ত বৃষ্টিপাত ও তীব্র বাতাস বা ঝড়।৭. পোকার আক্রমণ এবং পুষ্টির অভাব। ৮. গোড়ায় পানি জমে থাকা। ৯. সঠিক পরাগায়ন না হলে।
আরও পড়ুন
Advertisement
সমাধানের উপায়১. অতিরিক্ত বৃষ্টিপাতের পরও যেন গাছের গোড়ায় পানি না জমে।২. গাছের পুষ্টির অভাব দূর করতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে।৩. পোকার আক্রমণ হলে আগাম ব্যবস্থা ও পরবর্তী ব্যবস্থাপনা নিতে হবে।৪. পরাগায়নের সময় কোনো কীটনাশক প্রয়োগ করা যাবে না।৫. এ সময় জিব্বেরেলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন।৬. অল্প প্রয়োজনীয়তা হলেও বোরন সার ব্যবহার করতে হবে।৭. অতিরিক্ত গরমে পানি স্প্রে করা।৮. প্রয়োজন হলে ছায়ার ব্যবস্থা করা।৯. প্রয়োজনীয় পরাগায়নের জন্য মৌমাছি আকৃষ্ট করা।
গাছের ফুল ও ফল ঝরা কমাতে নিয়মিত পরিচর্যা করতে হবে। একই সঙ্গে উল্লেখিত বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে ফলন বৃদ্ধি পাবে। গাছও সুস্থ থাকবে।
এসইউ/এমএস
Advertisement