শ্রীলঙ্কার পুলিশপ্রধান দেশবন্ধু তেন্নাকোনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংসদ। মঙ্গলবার (২২ জুলাই) পার্লামেন্টের স্পিকার জগৎ বিক্রমারত্নে জানান, তেন্নাকোন অসদাচরণ ও অপরাধচক্র পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
Advertisement
সংসদীয় তিন সদস্যের তদন্ত কমিটি সর্বসম্মতভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায়। এটাই শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবার কোনো পুলিশ মহাপরিদর্শকের অপসারণের সুপারিশ আনুষ্ঠানিকভাবে করা হলো।
৮৫ হাজার সদস্যবিশিষ্ট বাহিনী পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হওয়ায় তেন্নাকোনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হচ্ছে। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের নেতৃত্বাধীন সরকার সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখায় প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
তেন্নাকোন ২০২৩ সালের নভেম্বরে পুলিশ প্রধান হন। যদিও তার বিরুদ্ধে আগেই একজন সন্দেহভাজনকে আটক অবস্থায় নির্যাতনের অভিযোগে আদালতের রায় ছিল।
Advertisement
তাকে ২০২৩ সালের ডিসেম্বরে ওয়েলিগামায় একটি অভিযানের অনুমোদনের অভিযোগেও দায়ী করা হয়। যেখানে দুই পুলিশ ইউনিটের সংঘর্ষে একজন অফিসার নিহত হন।
সূত্র: এএফপি
এমএসএম
Advertisement