বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৪ মার্চ) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এছাড়া বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে কয়েক মাস ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকসহ বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ দ্বন্দ্বের জের ধরে দুইপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। গত ২৮ জানুয়ারি কম্বল বিতরণ অনুষ্ঠানে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এ ঘটনায় ফটিকের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।
Advertisement
জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, ফটিককে বহিষ্কারের একটি বিজ্ঞপ্তি নজরে এসেছে। মূলত তার নিজ উপজেলা দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের কোন্দল ঘিরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এমনটি হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এমএন/এমএস