ফরিদপুরের মধুখালীতে বসতঘরের আগুনে পুড়ে জবেদা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন ওই গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী।
এলাকাবাসী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় বসতঘরের মধ্যে থাকা বৃদ্ধা জবেদা খাতুন আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হন।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জাগো নিউজকে বলেন, বসতঘরে আগুন লাগলে ঘরের মধ্যে থাকা বৃদ্ধা জবেদা খাতুন ঘরে আটকা পড়েন এবং আগুনে পুড়ে নিহত হন।
Advertisement
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে একটি ঘরের তিটি কক্ষ ও একটি রান্না ঘর পুড়ে যায়। ঘরের মধ্যে আটকা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও মধুখালীতে আরো দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এন কে বি নয়ন/এমএন/এএসএম