কক্সবাজারের টেকনাফ থেকে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করেছে পুলিশ-নৌবাহিনী। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে হ্নীলা আলী খালী গহিন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।
Advertisement
নৌবাহিনীর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওইদিন সকাল ৭টায় তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে।
ভুক্তভোগীদের পরিবার জানায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর আলীখালী গ্রামে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে বাড়ির নারী-শিশুকে অপহরণ করে গহিন পাহাড়ে নিয়ে যায়। এরপর তাদের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। খবর পেয়ে হ্নীলা আলীখালী গহিন পাহাড়ে যৌথভাবে অভিযান চালায় নৌবাহিনী ও পুলিশ। অভিযানে পাহাড়ের পাদদেশের বেশ কয়েকটি স্থান থেকে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Advertisement
সায়ীদ আলমগীর/এমএন/এএসএম