দেশজুড়ে

ময়মনসিংহে টিসিবির গোডাউনে আগুন

ময়মনসিংহের ধোবাউড়ায় জ্বালানি তেলের দোকানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে জ্বালানি তেলের দোকানসহ ধান-চাল ও টিসিবির গোডাউন।

Advertisement

মঙ্গলবার (৪ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ধোবাউড়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তবুও আমাদের চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, অগ্নিকাণ্ডে জ্বালানি তেলের দোকানসহ ধান-চালের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। পাশে থাকা টিসিবির গোডাউনও পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস