মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম বারের মতো ভাষণ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ‘আমেরিকা ইজ ব্যাক’ এবং ‘আমরা সবেমাত্র শুরু করছি’ এই দুই স্লোগান দিয়েই বক্তব্য শুরু করেন তিনি। সে সময় রিপাবলিকানরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
Advertisement
সম্প্রতি ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া কানাডা এবং মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বিভিন্ন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। এসব ঘটনার পরেই এই অধিবেশন হচ্ছে।
যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে অবস্থান করছেন হাউজ স্পিকার মাইক জনসন এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি সিনেটের আনুষ্ঠানিক নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রতিনিধি পরিষদ এবং সিনেট উভয়ের ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান আইন প্রণেতারা উপস্থিত থাকবেন। যদিও ডেমোক্র্যাটদের একটি দল জানিয়েছে যে, তারা এই অনুষ্ঠানে অংশ নেবেন না। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মার্কিন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্কও এই অধিবেশনে অংশ নিচ্ছেন।
Advertisement
এই অধিবেশনে ট্রাম্প ডেমোক্র্যাটদের সমালোচনা করেছেন। তিনি আমেরিকার ইতিহাসে বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন।
তিনি ডেমোক্র্যাটদের উদ্দেশ করে বলেন, তাদের খুশি করার জন্য, হাসানোর জন্য বা করতালি দেওয়ার মতো আমার বলার কিছুই নেই।
আরও পড়ুন: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/মার্কিন সহায়তা স্থগিত হওয়ায় কতটা বিপদে ইউক্রেন? সমর্থনের বিনিময়ে ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ চায় যুক্তরাষ্ট্র জনসম্মুখে উত্তপ্ত তর্কে জড়ালেন ট্রাম্প-জেলেনস্কি, হয়নি চুক্তিতিনি আরও বলেন, আমি একটি ভয়াবহ রোগের প্রতিকার খুঁজছি কিন্তু তারা এখনও আমাকে সমর্থন করছে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক এবং এটা এভাবে হওয়া উচিত নয়। তিনি বলেন, আমাদের নাগরিকদের ভালোর জন্য আসুন একসঙ্গে কাজ করি এবং সত্যিকার অর্থে আমেরিকাকে আবারও মহান করে তুলি।
টিটিএন
Advertisement