রাজধানীর এলিফ্যান্ট রোডের আইসিটি ভবনের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মান্নান (৬১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এখানে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
আব্দুল মান্নানকে হাসপাতালে নিয়ে আসা শোয়েব হোসেন জিতু বলেন, এলিফ্যান্ট রোডের আইসিটি ভবনের বিপরীত পাশে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি মোটরবাইক আব্দুল মান্নানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আব্দুল মান্নানের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। ঢাকার জিগাতলার তল্লাবাগ রোড এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ বিষয়ে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর/এমএস/জেআইএম