অর্থনীতি

ফেব্রুয়ারিতে পণ্য রপ্তানি বেড়েছে ২.৭৭ শতাংশ

সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।

Advertisement

মঙ্গলবার (৪ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে দেশের রপ্তানি আয় বেড়েছে। রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৭ শতাংশ। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ মার্কিন ডলার।

আরও পড়ুন

Advertisement

৫ মাসে রপ্তানি আয় বাড়লেও পোশাকশিল্পের প্রবৃদ্ধির হার তুলনামূলক কম জানুয়ারিতে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ১০ দশমিক ৫৩ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। আলোচ্য সময়ে ৩ হাজার ২৯৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৯৮১ কোটি ডলার। 

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ে বরাবরের মতোই ভালো প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে।

গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর শ্রমিক অসন্তোষে জর্জরিত ছিল তৈরি পোশাকশিল্প খাতসহ অন্য শিল্পখাতগুলো। গ্যাস সংকট চরমে। নতুন করে গ্যাসের দাম বাড়ানোর সরকারি পদক্ষেপে শিল্পোদ্যোক্তারা শঙ্কিত। এরকম আরও কিছু চ্যালেঞ্জের মধ্যেই টানা ছয় মাস পণ্য রপ্তানি বাড়ছে। এবার ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে গত বছরের একই মাসের চেয়ে পৌনে ৩ শতাংশ (২.৭৭ শতাংশ)।

আরও পড়ুন

Advertisement

প্লাস্টিকপণ্যের রপ্তানি বাড়াতে আরএফএল-এর ২০০ কোটি টাকা বিনিয়োগ  

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি অর্থবছরের ৮ মাসে কৃষিজাত পণ্যে ১০ দশমিক ২৫ শতাংশ, প্লাস্টিক পণ্যে ২২ দশমিক ২৫ শতাংশ, চামড়াজাত পণ্যে ৮ দশমিক ৪৮ শতাংশ ও পোশাক খাতে ১০ দশমিক ৬৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এসএম/এমকেআর