ইউক্রেন সামরিক প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি করলেও যুদ্ধের জন্য এখনো তারা মার্কিন ও ইউরোপীয় সহায়তার ওপর অনেকাংশে নির্ভরশীল। গত ৩ মার্চ ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। কারণ ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় সরকারের কাছ থেকে তার শান্তি পরিকল্পনার জন্য আরও প্রতিশ্রুতি চেয়েছিলেন। গুঞ্জন ছিল, ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু তা হয়নি।
Advertisement
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিভিন্ন ধরনের সামরিক সহায়তা দিতো। এর মধ্যে রয়েছে অস্ত্র ও গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্টারলিংক স্যাটেলাইট, গোয়েন্দা তথ্য প্রভৃতি।
আরও পড়ুন>>
সমর্থনের বিনিময়ে ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ চায় যুক্তরাষ্ট্র জনসম্মুখে উত্তপ্ত তর্কে জড়ালেন ট্রাম্প-জেলেনস্কি, হয়নি চুক্তি ইউক্রেনকে রক্ষায় জোট গড়ছে ইউরোপ, ৪ দফা পরিকল্পনা অস্ত্র সরবরাহ বন্ধ হলে কী প্রভাব পড়বে?মার্কিন প্রযুক্তির অস্ত্র ছাড়া ইউক্রেনের জন্য কার্যকর প্রতিরোধ গঠন কঠিন হবে। ইউক্রেন স্বল্প খরচে ড্রোন তৈরি করে কিছুটা ক্ষতি পূরণ করতে পারলেও গোলাবারুদ সরবরাহ বন্ধ হলে সেটি যথেষ্ট হবে না। বিশেষ করে, জিপিএস-নির্ভর জিএমএলআরএস রকেটের সরবরাহ বন্ধ হয়ে গেলে রাশিয়ার সেনাবাহিনী ফ্রন্ট লাইনের পেছন থেকেই আরও শক্তিশালী আক্রমণ চালাতে পারবে।
Advertisement
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র না থাকলে রাশিয়ার সুপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে ইউক্রেনের জন্য। ফ্রান্স-ইতালির এসএএমপি/টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর বিকল্প হতে পারে, তবে এটি এখনো ব্যাপক উৎপাদনে যায়নি এবং রাশিয়ার দ্রুতগামী ক্ষেপণাস্ত্র থামানোর সক্ষমতা সীমিত। অন্য কোনো দেশ, যেমন- জাপান, প্যাট্রিয়ট সহায়তা দিতে পারে। তবে তার জন্যেও মার্কিন অনুমোদনের প্রয়োজন হবে।
স্টারলিংক বন্ধ হলে কী হবে?মার্কিন নিয়ন্ত্রণাধীন এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা ইউক্রেনের সামরিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের স্টারলিংক ব্যবহারের খরচ পোল্যান্ড বহন করলেও এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। সেক্ষেত্রে ইউক্রেন এর কিছু বিকল্প ব্যবস্থা তৈরি করলেও সেগুলো রাশিয়ার রণকৌশলের বিরুদ্ধে দুর্বল থাকবে।
মার্কিন গোয়েন্দা সহায়তা বন্ধ হলে কী হবে?ন্যাটো এবং মার্কিন গোয়েন্দা নজরদারি ইউক্রেনকে রাশিয়ার সামরিক গতিবিধি সম্পর্কে আগাম সতর্কতা দেয়। এই সহায়তা বন্ধ হলে ইউক্রেনের বাহিনী রিয়েল-টাইম টার্গেটিং সুবিধা হারাবে, যা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বড় একটি ধাক্কা হবে।
ইউক্রেনের ভবিষ্যৎ কী?সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন সহায়তা পুরোপুরি বন্ধ হলে ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রতিরোধ গঠনে সমস্যা দেখা দেবে। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সামরিক অবকাঠামোতে সফল হামলা চালিয়েছে, যা আশার আলো জাগাচ্ছে। নতুন সামরিক কমান্ডার মিখাইলো দ্রাপাটির নেতৃত্বে ইউক্রেনের সেনাবাহিনী আরও সংগঠিত হয়েছে।
Advertisement
তবে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের জন্য এটি কেবল সামরিক নয়, মনস্তাত্ত্বিক ধাক্কাও হতে পারে। ইউক্রেনের সামরিক প্রযুক্তি খাতের অন্যতম ব্যক্তিত্ব সের্হি কোশমান বলেন, মার্কিনিরা ইউক্রেনকে একটি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে, যেখানে নতুন প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে। কিন্তু যদি মার্কিন সমর্থন বন্ধ হয়ে যায়, তাহলে শুধু ইউক্রেন নয়, পশ্চিমা বিশ্বও ক্ষতিগ্রস্ত হবে।
কেএএ/