নেই পর্যাপ্ত নতুন সিনেমা। যেগুলোও বা মুক্তি পায় বেশিরভাগই দর্শক টানতে ব্যর্থ। সিনেমা মুক্তি দিয়ে ফ্যান-লাইটের বিলের পয়সাও তুলতে পারেন না হল মালিকেরা। গেল কয়েক বছর ধরেই এ দেশের সিনেমার বাজারের চিত্রটা এমন। তার উপর সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতির নেতিবাচক অবস্থা যোগ হয়েছে। সিনেমার ব্যবসা নেই বললেই চলে।
Advertisement
তাই বেশি খরচ করে নতুন সিনেমা মুক্তির চেয়ে পুরনো সিনেমা নিয়েই আগ্রহী হলগুলো। রাজধানীর জনপ্রিয় সিনেমা হল আনন্দও হাঁটলো সেই পথে। গেল সপ্তাহে তারা মুক্তি দিয়েছে প্রয়াত মেগাস্টার নায়ক মান্নার ‘দুই দিনের দুনিয়া’ সিনেমাটি।
আনন্দ হলে কাজ করা রমজান বলেন, ‘গেল শুক্রবার থেকে সিনেমাটি চলছে। দর্শক নেই তেমন একটা। তবে পুরনো সিনেমা হিসেবে প্রথম দুদিন ভালোই ছিল। এখনো অনেকে মান্নার সিনেমা দেখতে চায়। আমরাও পুরনো সিনেমা চালাচ্ছি বাধ্য হয়ে। আসলে গেল কয়েক মাস ধরেই খুব খারাপ অবস্থা। এখন আবার রোজার মাস চলে। তাই পুরনো সিনেমা মুক্তি দিয়েছি। মান্না ও সালমান শাহের পুরনো সিনেমাগুলো কিছুটা দর্শক পায়।’
আগামী সপ্তাহে কি সিনেমা মুক্তি পাবে জানতে চাইলে তিনি বলেন, ‘সামনে ঈদ। এখন ঈদের সিনেমার অপেক্ষায় সবাই। তার আগ পর্যন্ত পুরনো সিনেমাই চলবে।’
Advertisement
ঈদকে ঘিরে প্রস্তুতি সম্পর্কে রমজান বলেন, ‘২০ রোজার পর থেকে হল পরিস্কার করা হবে। আমরা আশা করছি শাকিব খানের ‘বরবাদ’ ছবিটা চালাবো। বছরে দুইটা ঈদই তো ভরসা। নইলে এইসব হল কেউ চালাতো না আজকাল। সারা বছর দর্শকই আসে না। মালিক যে আমাদের বেতন দেবে সেই উপায়ও নাই।’
২০০৮ সালের ২৩ মে সারাদেশে মুক্তি পায় ‘দুই দিনের দুনিয়া’। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত সিনেমাটিতে মান্নার বিপরীতে অভিনয় করেছেন জনা। এছাড়াও অভিনয় করেছেন মিজু আহমেদসহ অনেকে।
এলআইএ/এমএস
Advertisement