রাজনীতি

হাসিনার পতন বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন, একদিনে আন্দোলন হয় না। ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতন বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার উদ্দেশে আবদুস সালাম আজাদ বলেন, ‘আপনার সরকার ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। বিএনপি অবৈধ শেখ হাসিনা সরকারের অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই সংগ্রাম করে আসছে। এটিরই চূড়ান্ত রূপ নিয়েছে জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনার সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এদের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

Advertisement

এসময় আয়োজক সংগঠনের নেতারাসহ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএএইচ/জেআইএম