দেশজুড়ে

পাবনায় শ্রেণিকক্ষে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

পাবনার চাটমোহরে শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার বাঙালা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

তার নাম সাইদুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙালা উত্তরপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে। ওই এলাকার বাঙালা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। তার মাথায় প্রায় প্রচণ্ড ব্যথা হতো, সোমবার দুপুরে মাথাব্যথা শুরু হলেও তিনি স্কুলে যাচ্ছেন বলে স্ত্রীকে জানান। ঘণ্টাখানেক পর স্কুলের অফিস সহকারী হাসান আলী দাপ্তরিক কাজে বিদ্যালয়ে গেলে জানালা দিয়ে শ্রেণিকক্ষে সাইদুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা এসে তাকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, স্থানীয়রা মরদেহ নামিয়ে পুলিশে খবর দেয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Advertisement

আলমগীর হোসাইন/আরএইচ/এমএস