জাতীয়

পুলিশের ওপর হামলায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ অন্যান্য স্থানে পুলিশের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

Advertisement

সোমবার (৩ মার্চ) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সভাপতি সিআইডিপ্রধান মো. মতিউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা, অপরাধ চিহ্নিত ও দমন করে সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে পেশাদারত্বের সঙ্গে নিরলস কাজ করে যাচ্ছে। পুলিশ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ সাহসিকতার গৌরব গাঁথা ইতিহাস রয়েছে পুলিশের। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে।

আরও পড়ুন

Advertisement

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, র্যাবের হাতে দুজন গ্রেফতার ‘তোর টিআই পারে না, তোর এতো সাহস হয় কীভাবে?’

তবে জুলাই-আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল, ক্ষমতা লিপ্সু, অসৎ, অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। ২০২৪ সালের অপেশাদারত্ব ও মানবতাবর্জিত কর্মকাণ্ড পরিহার করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পুলিশের প্রতিটি সদস্য আজ উজ্জীবিত।

নতুন উদ্দীপনায়, চেতনায় ও আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশ পুলিশ বাহিনী। কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি বিঘ্নকারী ব্যক্তি অযাচিতভাবে পুলিশের কাজে বাধা দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে। এতে জনমনে অশান্তি, হতাশা সৃষ্টি ও জনশৃঙ্খলা ভঙ্গের মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে। পুলিশ বাহিনী এসব ঘটনা পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করে অন্তর্বর্তী সরকারের আদর্শ, লক্ষ্য বাস্তবায়নের নিরলস কাজ করে যাচ্ছে। বহু শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এসব আইনশৃঙ্খলাবিরোধী কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে। একই সঙ্গে বাংলাদেশ পুলিশ বাহিনী জনগণ ও সরকারের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় ইস্পাতসম মনোবল নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টিটি/ইএ/এমএস

Advertisement