আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ এনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার মো. মজিবুর রহমানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে
Advertisement
সোমবার (৩ মার্চ) ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা যায়।
আদেশে উল্লেখ করা হয়, ৩ মার্চ থেকে মজিবুর রহমানকে বাধ্যতামূলক ছুটি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।
এতে আরও বলা হয়, মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকী বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন সংক্রান্ত, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্র সংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
Advertisement
অভিযোগের বিষয়ে জানেন না জানিয়ে মজিবুর রহমান বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আমি সহযোগিতা করবো, যাতে সত্য ঘটনা উদ্ঘাটন করতে পারে। আমার জানামতে প্রশাসনিক হোক বা আর্থিক হোক এমন কোনো দুর্নীতি আমি করিনি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন আসার পর থেকে আমি অনুভব করেছি, আসলে এ বিশ্ববিদ্যালয়ে আমার পথ ভালো হবে না। বলতে গেলে আমার ভাগ্যটা খারাপ। ভাগ্যের বিড়ম্বনায় পড়ে গেছি।’
এরআগে ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি মজিবুর রহমান মজুমদারকে অনিয়মের অভিযোগে রেজিস্ট্রার পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বদলি করা হয়েছিল।
জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস
Advertisement