দেশজুড়ে

ভোলায় নিজের খামারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত‌্যু

ভোলায় নিজের মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাহাত ইসলাম (২৭) নামের এক যুবকের মৃত‌্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরের দিকে ওই গ্রামে এঘটনা ঘটে।

Advertisement

রাহাত ইসলাম সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদুরচর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে মুরগির খামার দেন রাহাত। বেশ কয়েকবার তিনি মুরগি ওই খামার থেকে বিক্রি করেছেন। প্রতি বার তিনি খামারের মুরগি বিক্রি করে খামার ধুয়ে পরিষ্কার করে নতুন করে মুরগির বাচ্চা উঠান। গত ২-৩ দিন আগে তিনি খামারের সব মুরগি বিক্রি করেছেন। এখন নতুন মুরগির বাচ্চা খামারে ওঠানোর জন‌্য সোমবার দুপুরে রাহাত মুরগির খামার পরিষ্কার করছিল। ওই সময় পানির পাম্প মেশিনে বৈদ‌্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। পরে তাকে পরিবারের সদস‌্যরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদ‌াৎ হাসনাইন পারভেজ জানান, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করেনি। তবে একটি অপমৃত‌্যুর মামলা হয়েছে।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস