খেলাধুলা

যদি বেশি আত্মবিশ্বাসী হও, ১০টি করে ম্যাচ খেলো

সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানের লড়াই তেমন জমে ওঠে না। বলা যায়, পাকিস্তানকে বেশ দাপটের সঙ্গেই হারায় ভারত। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে ফেলেছে ভারতীয়রা।

Advertisement

চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন ভারতীয় ক্রিকেটার ও নেটিজেনরা। বেশ গর্বের সঙ্গে নিজেদের পাকিস্তানের চেয়ে অধিক শক্তিশালী দল বলে মনে করছেন তারা।

এদিকে ভারতীয়দের লক্ষ্য করে চ্যালেঞ্জ ছুঁড়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাকলায়েন মোস্তাক। তিনি বলেছেন, ভারত যদি বেশি আত্মবিশ্বাসী হয়, তাহলে যেন পাকিস্তানের বিপক্ষে ১০টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে।

সম্প্রতি পাকিস্তানের একটি প্রাইভেট টিভি চ্যানেলে সাকলায়েন বলেন, ‘তাদের দল পাকিস্তানের চেয়ে ভালো- এ ব্যাপারে যদি ভারতীয় ক্রিকেটাররা অধিক আত্মবিশ্বাসী হয়, তাহলে সেটি প্রমাণ করার জন্য (পাকিস্তানের বিপক্ষে) ১০টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা উচিত।’

Advertisement

সাকলায়েন স্বীকার করেন ভারত বর্তমানে ভালো খেলছে, তাদের ক্রিকেটাররাও বেশ ভালো। সে তুলনায় পাকিস্তান যথেষ্ট শক্তিশালী নয়। তবে দল সব সময় একই রকম থাকে না। এটি নির্ধারিত কিছু নয়। পাকিস্তান যদি ভালো প্রস্তুতি নেয়, তাহলে ভারতসহ অন্যান্য দলকে হারানো সম্ভব।

সাকলায়েন বলেন, ‘যদি আমরা ভালোভাবে প্রস্তুতি নেই, তাহলে এখনো ভারত ও অন্যান্য দলকে হারাতে পারি।’

নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। ২৯ বছর পর কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা পাকিস্তানের গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

এমএইচ/

Advertisement