আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গোপালগঞ্জ- ১ ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হয় গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থীর নাম।
Advertisement
দলটির গোপালগঞ্জ জেলার আমির অধ্যাপক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রার্থীরা হলেন- গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানীর অপরাংশ) আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সরদার ও গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম।
এরইমধ্যে প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় গণসংযোগ, পথসভা, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন।
Advertisement
শনিবার (১মার্চ) গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শোডাউন করেছেন। কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে জামায়াত নেতাকর্মীরা মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে শোভাযাত্রার মাধ্যমে শোডাউন শুরু করেন। শোভাযাত্রাটি উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১৪টি স্থানে পথসভা করে। পরে উপজেলা চত্বরে সমাবেশ করেন তারা।
সমাবেশে জেলা জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসনে কোনো দলমত নাই। এখানে আমরা সবাই কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসী। সবাই ভাই ভাই। এটাই আমাদের পরিচয়। কোনো চিহ্নিত সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি করা যাবে না।’
এফএ/জেআইএম
Advertisement