কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২ মার্চ) পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতাররা হলেন, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাসুদ (৫২) ও কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর রাজকুন্তি গ্রামের জিয়া উদ্দিন (৪৮)।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে গত বছরের ২৩ অক্টোবর করিমগঞ্জ থানায় মামলা রয়েছে।
Advertisement
এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া এলাকায় অভিযান চালিয়ে জিয়া উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে গত বছরের ৭ সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা করা হয়।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, গ্রেফতার আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসকে রাসেল/আরএইচ/জিকেএস
Advertisement