ক্যাম্পাস

ইআবির জনসংযোগ দপ্তরের পরিচালকের দায়িত্বে মোহাম্মদ আলী

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে (ইআবি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। রোববার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার সই করা এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

Advertisement

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজের গতিশীলতার স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ আলী মূল দায়িত্বের পাশাপাশি এই দায়িত্ব পালন করবেন।

এরআগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আলী।

এসআর/জিকেএস

Advertisement