চলতি মার্চ মাসে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্র স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। মার্চ মাসে দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে।
Advertisement
এছাড়া এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক বা দুইটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আজ থেকে শুরু হয়েছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। ফলে রমজান মাসে হতে পারে কালবৈশাখী, রয়েছে তাপপ্রবাহের আভাস।
আরও পড়ুন এক বিভাগে বৃষ্টির আভাস বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই আসছে ৪ কার্গো এলএনজিরোববার (২ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের সই করা মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
মাসব্যাপী এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া একদিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
Advertisement
আরএএস/কেএসআর/জিকেএস