বরিশালে আবু সুফিয়ান নামে এক সাবেক ছাত্রদল নেতা বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (১ মার্চ) দুপুরে নগরীর ভাটিখানা পান্থ সড়ক এলাকার নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি।
Advertisement
আবু সুফিয়ান নগরীর ভাটিখানার বাসিন্দা জলিল হোসেনের ছেলে ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সদস্য।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, কী কারণে আবু সুফিয়ান বিষপান করেছেন তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা যাচ্ছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরও বলেন, দুপুরে ঘরে বসে আবু সুফিয়ান বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ান মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Advertisement
শাওন খান/এফএ/এমএস