দেশজুড়ে

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৪ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ।

Advertisement

শনিবার (১ মার্চ) সকালে বুড়িগোয়ালিনী স্টেশনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০), সেন্ট্রাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩), মৃত মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী (৪৫) ও দক্ষিণ কদমতলা গ্রামের ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম (৩৮)।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের স্মার্ট টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দুটি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

Advertisement

তিনি আরও জানান, আটক জেলেদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম ২০ হাজার টাকার চুক্তিতে এই জেলেদের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার ব্যবস্থা করে দেন বলে অভিযোগ উঠেছে। টাকা নিয়েও জেলেদের আটক করায় বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়া বেশকিছু মাছসহ তাদের আটক করা হলেও পরে মাছগুলোরও কোনো হদিস মেলেনি।

এ বিষয়ে পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বিষয়ে আমি কিছু জানি না।

আহসানুর রহমান রাজীব/এমকেআর

Advertisement