চলতি মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। এমন তথ্য জানিয়ে শনিবার (১ মার্চ) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Advertisement
এতে বলা হয়, মার্চ মাসে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
আরও পড়ুনরোজা শুরুর আগেই বোতলজাত সয়াবিনের তীব্র সংকট তেল লুকিয়ে রেখে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন খুচরা বিক্রেতারাবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ জন্য প্রাইসিং ফর্মুলার আলোকে মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বাড়িয়ে বর্তমান দাম নির্ধারণ করা হয়েছিল।
Advertisement
আরএমএম/কেএসআর/জেআইএম