রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরতি প্রসঙ্গে হোয়াইট হাউজে মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনার পরই প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি সমর্থন দিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা।
Advertisement
ওভাল অফিসে নজিরবিহীন ঘটনার পর ইউরোপের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্মতা ঘোষণা করে পোস্ট করেছেন।
এক এক্স বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রাশিয়া হচ্ছে আগ্রাসনকারী দেশ। যার আক্রমণের শিকার হয়েছে ইউক্রেন।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, আগ্রাসনকারীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের প্রতি শ্রদ্ধা। তারা আত্মমর্যাদা, স্বাধীনতা, শিশু ও ইউরোপের নিরাপত্তার জন্য লড়াই করছে।
Advertisement
পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি ও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, আপনারা একা নন।
ইউরোপীয় কমিশনের প্রেসেডিন্ট উরসুলা ভন ডর লিয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা এক যৌথ পোস্টে জেলেনস্কিকে বলেছেন, আপনার মর্যাদা ইউক্রেনীয় জনগণের সাহসিকতার প্রতি সম্মান প্রদর্শন করে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, ইউক্রেনীয়দের চেয়ে বেশি কেউ শান্তি চায় না।
সূত্র: রয়টার্স
এমএসএম
Advertisement