দেশজুড়ে

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪৫

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। শনিবার (১ মার্চ) সকালে শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসা ও একই এলাকার মোকাদ্দেস হোসেনের বিরোধ চলছিল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু সালেহ মুসার সমর্থক আকমলের সঙ্গে মোকাদ্দেসের সমর্থক সুজনের বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৪৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষের পরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তারা আরও জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

এমএন/এএসএম