জাতীয়

রাজধানীতে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীর শ্যামপুর পালপাড়া এলাকার একটি বাসায় মোছা. মাহিয়া (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত তরুণী ফজলুল হক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

Advertisement

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. মজিবুর রহমান জানান, আমার মেয়ে ফজলুল হক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বিকেল ৩টার দিকে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় সে। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমার মেয়ে কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এই বিষয়ে আমি কিছু জানি না। আমি শ্যামপুর পালপাড়ার ১২/১৭ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি।

Advertisement

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এএমএ/এএসএম