বিনোদন

‘মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব’র পর্দা নেমেছে

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫’-এর আজ (২৮ ফেব্রুয়ারি) পর্দা নেমেছে। দেশের ৮টি বিভাগের নির্বাচিত ১৬টি নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ আয়োজিত জাতীয় নাট্যশালায় এ উৎসবের আয়োজন করা হয়েছিল।

Advertisement

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদের উপস্থিত থাকার কথা ছিল।

আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় খুলনা জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘বরাভয়’। প্রযোজনাটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তানভীর নাহিদ খান। রাত ৮টায় বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি মঞ্চায়ন করে ‘চইংজাঃ খ্রাং (কাল্পনিক)’। নাট্যভাবনা ও নির্দেশনায় রয়েছেন সুবীর মহাজন।

আরও পড়ুন: বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা এনায়েত উল্যাহ সৈয়দ মায়ের শাড়িতে বেশ মানিয়েছে মেহজাবীনকে

দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা হতে ৮টি বিভাগের নির্বাচিত ১৬টি নাটক নিয়ে গত ২১ ফেব্রুয়ারি থেকে ৮ দিনব্যাপী এ নাট্যোৎসব শুরু হয়। নাট্য প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত ছিল।

Advertisement

এমএমএফ/এএসএম