দেশজুড়ে

এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না: টুকু

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না। তাই বিএনপির বিরুদ্ধে গভীর যড়যন্ত্র চলছে। এখন যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তারাও থাকবেন না। বিএনপি ও বাংলাদেশ একে অপরের পরিপূরক।

Advertisement

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টুকু আরও বলেন, ‘জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। যার উদাহরণ আওয়ামী লীগ, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। যারা বিএনপির নেতাকর্মীদের, ছাত্রদের ও আলেমদের হত্যা করেছে, তাদের জায়গা আর বাংলার মাটিতে হবে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা। এসময় দলটির অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম