আন্তর্জাতিক

জার্মানিতে জোট সরকার গঠন করতে আলোচনা

জার্মানিতে জোট সরকার গঠন করতে আলোচনা শুরু করতে যাচ্ছে সিডিইউ/সিএসইউ ও এসপিডি। সম্ভাব্য মহাজোট সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসছে তারা ৷

Advertisement

জার্মান গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবারেই (২৮ ফেব্রুয়ারি) শুরু হতে চলেছে এসপিডি ও সিডিইউ/সিএসইউ জোটের মধ্যে সম্ভাব্য সরকার গঠন বিষয়ক আলোচনা।

সিডিইউ-এর বিজয়ী চ্যান্সেলর প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস জানান, ২০ এপ্রিলের মধ্যে সরকার গড়বেন তিনি।

জানা গেছে, আলোচনায় অংশ নিতে প্রতিটি অংশীদার দল নয়জন প্রতিনিধি পাঠাবেন।

Advertisement

সদ্য সমাপ্ত জার্মান সংসদ নির্বাচনের ফলাফল যা হয়েছে তাতে মহাজোট সরকার ছাড়া আর বিকল্প ততটা বাস্তবসম্মত নয়।

প্রচারকালে ম্যার্ৎস অতি ডানপন্থি দল এএফডির সঙ্গে জোট না করার বিষয়ে কড়া ও স্পষ্ট বার্তা দেন, যদিও ভোটের নিরিখে দ্বিতীয় অবস্থানে ছিল তারা।

সূত্র: ডয়েচে ভেলে

এমএসএম

Advertisement