দেশজুড়ে

মেরিন ড্রাইভে সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিলেন ৪০০ দেশি-বিদেশি

কক্সবাজারের দেশি-বিদেশি সাইক্লিস্টদের নিয়ে মেরিন ড্রাইভ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার ইনানীতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসন এ আয়োজন করে।

কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী তুলে ধরতে ও সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করতে ‘রাইড ফর গ্লোরি’ বার্তা এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ছয়টি ক্যাটাগরিতে ২৬ জন নারীসহ ৪০০ দেশি-বিদেশি সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Advertisement

এসময় সেনা প্রধান বলেন, দেশের তরুণ প্রজন্ম যেন এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের ধন্যবাদ জানিয়ে দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

প্রতিযোগিতার মাধ্যমে কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের বিচারকরা প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন।

মেরিন ড্রাইভে নিহত মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন, কক্সবাজার এরিয়া পরিদর্শন ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অংশ নিতে সেনাপ্রধান বৃহস্পতিবার কক্সবাজার আসেন।

সায়ীদ আলমগীর/এমএন/এএসএম

Advertisement