৫ ম্যাচের টেস্ট সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচ ছিল বাংলাদেশের জন্য ব্যবধান বাড়ানোর, আর নেপালের কমানোর সুযোগ। তবে পঞ্চম ম্যাচেও স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি নেপাল। ৪-১ ব্যবধানেই কাবাডি টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। শুক্রবার শেষ ম্যাচে নেপালকে হারিয়েছে ৪৫-২৭ পয়েন্টে।
Advertisement
পল্টন ময়দানে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিল সফরকারী নেপাল। তবে বাংলাদেশের কৌশলের কাছে কুলিয়ে উঠতে পারছিল না হিমালয়ের দেশটি। পয়েন্ট বাড়িয়ে নিতে থাকে মিজান, দিপায়নরা।
১০ মিনিটে লোনাসহ চার পয়েন্ট পেয়ে কিছুটা এগিয়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়ে যেতে থাকে নেপাল। যার ফলে প্রথমার্ধে বাংলাদেশ মাত্র চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকে। বাংলাদেশের ১৯ আর নেপালের পয়েন্ট ছিল ১৫।
দ্বিতীয়ার্ধে পয়েন্টে বাড়ানোর দিকে মনোযোগী হয় বাংলাদেশ। দুটি লোনা পেয়ে অনেক এগিয়ে যায় স্বাগতিকরা। খেলায় ফেরার কোনো সুযোগই পায়নি নেপাল। ১৮ পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে বিজয় উল্লাস করে বাংলাদেশের খেলোয়াড়রা।
Advertisement
ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা কেচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
আরআই/এমএইচ/এএসএম
Advertisement