তথ্যপ্রযুক্তি

দীর্ঘদিন পর এয়ার কুলার ব্যবহারের আগে পরিষ্কার করবেন যেভাবে

তীব্র তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ। গরমে একটু স্বস্তি পেতে এসি কিনছেন অনেকেই। যাদের বাজেট আরেকটু কম তারা প্রচণ্ড গরমে স্বস্তি পেতে অনেকেই ভরসা রাখছেন এয়ার কুলারে। এয়ার কন্ডিশনারের চেয়ে কম খরচ হওয়ায় এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisement

তবে অনেকদিন পর এয়ার কুলার ব্যবহারের আগে তা পরিষ্কার করে নিন। তা নাহলে দেখা যাবে ঠিকমতো বাতাস পাচ্ছেন না এয়ার কুলার থেকে। কিংবা দীর্ঘদিন বন্ধ থাকার ফলে সমস্যা দেখা দিতে পারে। এমনকি বিস্ফোরণের মতো বড় বিপদও হতে পারে। তাই শীতের কয়েকমাস এয়ার কুলার বন্ধ রাখার পর এখন ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে নিন।

তবে গ্রীষ্ম হোক বা বর্ষা, যে কোনো মৌসুমেই কুলারের ট্যাঙ্ক প্রতি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করা উচিত। কারণ কুলার বাইরে থেকে বাতাস টেনে ঠান্ডা করে তা বাইরে বের করে দেয়। তাতেই ঘর ঠান্ডা হয়।

এ কারণে বাইরে থেকে যে বাতাস কুলারের ভেতরে ঢোকে, তাতে ধুলোবালি ও ব্যাকটেরিয়া থাকে। পরবর্তী সময়ে তা কুলারের ভেতরেই জমতে পারে। তাই নির্দিষ্ট সময়ে কুলার পরিষ্কার না করলে জমে থাকা এসব ব্যাকটেরিয়া থেকে রোগ ছড়াতে শুরু করতে পারে। আবার কুলারের শীতলতার পরিমাণও কমে যেতে পারে।

Advertisement

জেনে নিন এয়ার কুলার পরিষ্কারের সহজ উপায়-

ট্যাঙ্ক পরিষ্কারের পদ্ধতিপ্রথমে কুলারের পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। এজন্য সবার আগে প্লাগ খুলে ফেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে হবে। এরপর কুলার ট্যাঙ্ক থেকে ব্যবহৃত পানি ফেলে দিতে হবে।

অনেক সময় কুলার ট্যাঙ্কে ময়লাও জমে থাকে। দীর্ঘদিন পানি জমে থাকার ফলে শ্যাওলার মতো জমতে পারে। সেগুলো পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দিন।

তারপর সামান্য সাদা ভিনেগার দিয়ে প্রায় ঘণ্টখানেক রেখে দিতে হবে। পরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এতে কোনো ব্যাকটেরিয়া থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। কারণ ভিনেগারের অ্যাসিডের প্রভাবে যাবতীয় জীবাণু ধ্বংস হয়ে যাবে।

কুলিং প্যাড পরিষ্কারের পদ্ধতিকুলারের ট্যাঙ্কের মতো কুলিং প্যাডও পরিষ্কার করুন। আর্দ্রতার কারণে এখানেও ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। এটি পরিষ্কারে এক বালতি পানিতে লেবু ও ভিনেগার মিশিয়ে কুলিং প্যাড পরিষ্কার করুন। তারপর চড়া রোদে রেখে ভালো করে কুলিং প্যাড শুকিয়ে নিন।

Advertisement

আরও পড়ুন এসময় এয়ার কুলার কেনার আগে যা খেয়াল রাখবেন যেভাবে এয়ার কুলার ব্যবহার করলে দ্রুত ঘর ঠান্ডা হবে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম