যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রায় সব কর্মীকে ছাঁটাই বা প্রশাসনিক ছুটিতে পাঠানোর পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
Advertisement
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, শুধু ‘মিশন-গুরুত্বপূর্ণ কার্যক্রম, মূল নেতৃত্ব এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মীরা’ বাদে বাকি সব ইউএসএআইডি কর্মীকে বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে স্থানীয় সময় রোববার রাত ১১টা ৫৯ মিনিট থেকে।
আরও পড়ুন>>
ইউএসএআইডি বন্ধে সম্মতি দিয়েছেন ট্রাম্প ইউএসএআইডি বন্ধে ক্ষতি বাংলাদেশেরও, সুযোগ নিতে পারে চীন ভারতে ইউএসএআইডির ৭ প্রকল্প, সবকটিতেই যুক্ত মোদী সরকারএছাড়া, সংস্থার প্রায় ১ হাজার ৬০০ যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীকে একসঙ্গে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে। যে ব্যক্তিরা এ সিদ্ধান্তের আওতায় পড়বেন, তারা ২৩ ফেব্রুয়ারি ২০২৫-এ একটি আনুষ্ঠানিক নোটিফিকেশন পাবেন এবং তাদের সুবিধা ও অধিকার সম্পর্কে আরও বিস্তারিত নির্দেশনা জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
Advertisement
সংস্থার যেসব কর্মীকে ‘অপরিহার্য’ হিসেবে নির্ধারিত করা হয়েছে, তাদের স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে ইউএসএআইডির পক্ষ থেকে বলা হয়েছে।
ইউএসএআইডি বন্ধের উদ্যোগট্রাম্প প্রশাসনের অধীনে সরকারি ব্যয় সংকোচনের জন্য নতুনভাবে প্রতিষ্ঠিত ‘গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগ’–এর নেতৃত্বে থাকা ইলন মাস্ক কার্যত ইউএসএআইডি’কে বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।
মাস্ক ইউএসএআইডি’কে ‘একটি অপরাধী সংগঠন’ এবং ‘আমেরিকাবিরোধী চরম-বাম মার্ক্সবাদীদের বিষাক্ত গোষ্ঠী’ বলে অভিহিত করেছেন। তিনি এবং অন্যান্য ট্রাম্পপন্থি নেতারা দাবি করছেন যে, সংস্থাটি দুর্নীতি ও অপ্রয়োজনীয় ব্যয়ে জর্জরিত এবং এটি মূল কাজের বাইরে গিয়ে একটি উদারনৈতিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।
তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন সাবেক ইউএসএআইডি কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা।
Advertisement
ইউএসএআইডির মানবিক সহায়তা বিষয়ক সাবেক উপ-সহকারী প্রশাসক মার্সিয়া ওং বলেন, এই সংস্থার সংকট মোকাবিলা বিশেষজ্ঞরা রোগের প্রাদুর্ভাব ঠেকানো ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে স্থিতিশীল করতে সহায়তা করেন। ইউএসএআইডি বন্ধ করে দেওয়া একটি স্বল্পদৃষ্টিসম্পন্ন, ঝুঁকিপূর্ণ এবং সোজাসাপ্টা বলতে গেলে মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত।
১৯৬১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নেতৃত্বে প্রতিষ্ঠিত ইউএসএআইডি বিশ্বব্যাপী মানবিক সহায়তার সবচেয়ে বড় একক দাতা সংস্থা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মোট ৭২ বিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্যের অর্ধেকেরও বেশি বিতরণ করেছে সংস্থাটি।
সূত্র: আল-জাজিরাকেএএ/