জাতীয়

মাদক কারবার নিয়ন্ত্রণকারী আওয়ামী লীগ নেত্রী ময়নাসহ গ্রেফতার ৬

জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রকাশ্যে টঙ্গী স্টেশন রোড এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যুবসমাজকে চরম হুমকির দিকে ঠেলে দিচ্ছে কতিপয় দুষ্কৃতকারী। এই মাদক সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে টঙ্গী ৫৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না নিয়ন্ত্রণ করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি ধরাছোঁয়ার বাইরে থাকলেও ৫ আগস্টের পরে আত্মগোপনে থেকে নতুন সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানায় র‌্যাব।

Advertisement

আওয়ামীলীগ নেত্রী ময়নার নিয়ন্ত্রণাধীন এই মাদক কারবার চক্রের ৬ জনকে ১৭৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেন।

অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে শনিবার (২২ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে রোববার (২৩ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ব্যাংকের মাঠের বিভিন্ন গোপন আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেত্রী ময়নাকে গ্রেফতার করে র‌্যাব-১ ।

Advertisement

গ্রেফতার অন্য ৫ জন আসামি হলো, মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) এবং মো. রাসেল (৪০)।

সালমান নূর আলম বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে আসছে। এছাড়াও ছিনতাই, চাঁদাবাজি, চুরি, অপহরণের মতো সামাজিক অপরাধ দমন করে র‌্যাব সমাজে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের ক্রান্তিকালে অবৈধ অস্ত্রধারীদের দ্বারা সংঘটিত গণহত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যকারীদের আইনের আওতায় এনে র‌্যাব দেশের সংস্কারে অগ্রগণ্য ভূমিকা রাখে। এছাড়াও ৫ আগস্টের পর পুলিশের সাময়িক অনুপস্থিতি র‌্যাব পূরণ করে।

তিনি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কতিপয় দুষ্কৃতকারী প্রকাশ্যে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ব্যাংকের মাঠ এলাকায় মাদক ব্যাবসা চালিয়ে যুবসমাজকে চরম হুমকির দিকে ঠেলে দিচ্ছে। ব্যাংকের মাঠের এই মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ৫৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না নিয়ন্ত্রণ করেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ৫ আগস্টের পরে আত্মগোপনে থেকে নতুন সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা চালাচ্ছিলেন। পরে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে র‌্যাব-১ এর একটি দল শনিবার রাত সাড়ে ৮টা থেকে আজ ৮টা পর্যন্ত ব্যাংকের মাঠের বিভিন্ন গোপন আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেত্রী ময়নাকে গ্রেফতার করে। এছাড়াও তার নিয়ন্ত্রিত একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতারসহ ১৭৫১ বোতল ফেনসিডিল জব্দ হয়।

উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

Advertisement

কেআর/এসএনআর/এমএস