বিনোদন

এফডিসির এমডির স্বামী যুবলীগ নেতার ডান হাত: খোকন

তরুণ চলচ্চিত্র নির্মাতা মাসুমা রহমান তানিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ বাতিলের দাবিতে আজ (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এফডিসির সামনে প্রতিবাদ সমাবেশ করবে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।’

Advertisement

এ প্রসঙ্গে সংগঠনটির আহবায়ক, নির্মাতা বদিউল আলম খোকন জাগো নিউজকে বলেন, ‘মাসুমা রহমান তানি ফ্যাসিস্ট ও আওয়ামী দোসর। এই সময়ে তাকে এমডি করা হয়েছে শুনে আমরা বিস্মিত হয়েছি। এফডিসির ক্ষতি হতে হতে আজ প্রতিষ্ঠানটি মাটির সঙ্গে মিশে গেছে। এতে প্রাণসঞ্চার করতে হলে একজন যোগ্য লোককে এর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে।’

এই নির্মাতা আরও বলেন, ‘২০১৪ সালের পর থেকে সেভাবে আর সিনেমা নির্মাণ হচ্ছে না। বর্তমানে এফডিসিতে কী কী সমস্যা রয়েছে তিনি তা কীভাবে জানবেন? একজন প্রোডাকশন বয়কে যদি এফডিসির এমডি বানানো হয়, তাহলে সে কীভাবে এটি পরিচালনা করবে। মোট কথা হচ্ছে, যাকে এফডিসির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি মোটেই যোগ্য নন। মাসুমা রহমান তো সেই অর্থে চলচ্চিত্রের কেউ না। তিনি একটি মাত্র সিনেমা বানিয়েছেন, সিনেমার নাম “চল যাই”। এই সিনেমা বানানোর টাকা দিয়েছিলেন মিরপুরের যুবলীগ নেতা নিখিল রায়। তিনি সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। এই তানির স্বামী হচ্ছেন নিখিলের ডান হাত।’

বদিউল আলম খোকন আরও বলেন, ‘চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানদের মতো যোগ্য মানুষ রয়েছেন, তাদের মতো লোক দেওয়া হোক এফডিসিতে। এফডিসির মতো একটি প্রতিষ্ঠান চালাবেন, এখানে অনেক প্রডিউসার, চলচ্চিত্র নির্মাতাদেরকে সামলাতে হবে। এ ধরনের কাজ করতে হলে তাকে যথেষ্ট যোগ্যতাসম্পন্ন লোক হতে হবে। যোগ্যদের এখন এমডি হিসেবে নিয়োগ দিতে হবে। যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি বলতে গেলে সিনেমার কেউ না, সে সিনেমার কিছুই বোঝে না। তিনি এমডি হবেন কীভাবে। এতদিন আমলারা এফডিসি পরিচালনা করেছেন। তাদের সিনেমা সম্পর্কে ভালো জানাশোনা না থাকলেও তারা প্রশাসনিক কাজকর্ম কীভাবে পরিচালনা করতে হয় সেটা ভালো বোঝেন। এখানে অনেক স্টেকহোল্ডার রয়েছেন, তাদের সঙ্গে কীভাবে কাজ করতে হবে তা আমলারা ভালো বোঝেন। তারা সেই প্রশিক্ষণ নিয়ে থাকেন। সেভাবেই এফডিসি পরিচালনা করেন।’

Advertisement

মাসুমা রহমান তানিকে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়ে খোকন বলেন, ‘তানিকে নিয়োগ দেওয়ার সঙ্গে অনেকেই তুলনা করেছেন রাজীব (প্রয়াত অভিনেতা রাজীব) সাহেবের সঙ্গে। কেই কেউ বলার চেষ্টা করছেন রাজীবকে এমডি নিয়োগ দেওয়া গেলে তানির বেলায় সমস্যা কেন? আমার প্রশ্ন হলো রাজীব সাহেব আর তানি এক হলো? রাজীব সাহেব কত বিশাল মাপের অভিনেতা। তাকে এক নামে সারা বাংলাদেশের মানুষ চিনতো। কিন্তু মাসুমা রহমান তানিকে কেউ চেনে না। আমি আমাদের নিজেদের কাউকে দেওয়ার জন্য বলছি না। আমি চাই যোগ্য মানুষকে। এফডিসি পরিচালনার যোগ্য লোককে দিতে হবে। তানি আওয়ামী ফ্যাসিস্ট হলেও সমন্বয়কদের সঙ্গে ভালো সম্পর্ক করে ফেলেছেন। কোনো ফ্যাসিস্টকে এফডিসির এমডি নিয়োগ দেওয়া যাবে না। এই সময়ে চলচ্চিত্রের প্রাণকেন্দ্র এফডিসির মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের এমডি করায় আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ এর আগে মাসুমা রহমান তানিকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

আরও পড়ুন:

‘আমার পাশে কি কেউ নেই?’, কী হয়েছে দিতিকন্যা লামিয়ার হামলাকারীদের ছবি দেখালেন লামিয়া

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পদে মাসুমা রহমান তানিকে তিন বছরের জন্য নিয়োগ দেয় সরকার। এই পদে তিনি ফারাহ শাম্মীর স্থলে কাজ করবেন।

এমএমএফ/আরএমডি/এমএস

Advertisement