জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় মামলার অন্যতম আসামি সাঈদ ফজলুল করিম স্বপনকে (৪২) গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে হওয়া এ ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মতিঝিল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ১৫ জানুয়ারি দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ (১৭জানুয়ারি) একটি মামলা দায়ের করে। মতিঝিল থানায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। গ্রেফতার সাঈদ ফজলুল করিম স্বপন (৪২) এই মামলার অন্যতম আসামি।
তিনি আরও বলেন, আলোচিত এই মামলাটি তদন্তকালে সংঘর্ষের ঘটনার সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত বিভিন্ন ভিডিও পর্যালোচনায় ওই সংঘর্ষে রুপাইয়া শ্রেষ্ঠার ওপর আঘাতকারী সাঈদ ফজলুল করিম স্বপনকে শনাক্ত করা হয়। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে মতিঝিল থানা পুলিশের একটি চৌকস দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
Advertisement
গ্রেফতার স্বপনকে মতিঝিল থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ওই সংঘর্ষের ঘটনায় গত ১৫ জানুয়ারি রাতে এজাহারনামীয় আসামি আরিফ আল খবির (৩৮) এবং মো. আব্বাসকে (২৪) গ্রেফতার করেছিল মতিঝিল থানা পুলিশ। পরবর্তীতে গত ২৯ জানুয়ারি রাত আনুমানিক ১২ টা ১০ মিনিটের দিকে মো. হাবিবুর রহমানকে এবং ১২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. শাহাদাৎ ফরাজী সাকিব (৩৫) গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। এ নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি ও মতিঝিল থানা পুলিশ।
কেআর/এএমএ/এএসএম
Advertisement