দেশজুড়ে

ডাকাতের ভয়ে ভৈরব-তাহিরপুরে নৌ চলাচল বন্ধ

ডাকাতির ভয়ে কিশোরগঞ্জের ভৈরব ঘাটে নৌযান নোঙর করে ধর্মঘট করেছেন মাঝিরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া ঘাটে মালামাল বহনকারী ১৫-২০টি নৌকা ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

Advertisement

ঘাটে নৌঙর করা নৌকা ও বাল্কহেডের মাঝিরা অভিযোগ করে জানান, ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সুনামগঞ্জের তাহিরপুর, বাদাঘাট, বিশম্ভপুর এলাকায় বিভিন্ন মালামাল নিয়ে ৩০-৪০ নৌকা ও কার্গো চলাচল করে। শনিবার ভোরে সুনামগঞ্জের তাহিরপুর, বাদাঘাটের দিকে মালবাহী ১৫-২০টি নৌকা ও কার্গো যাত্রা শুরু করে। যাত্রাপথে বাজিতপুর উপজেলা পাটুলীঘাটে যাওয়ার পর একদল ডাকাত দুটি বল্কহেড আটকে তেলের ড্রাম, সিগারেটসহ প্রায় ৫০-৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। এসময় কয়েকজন আহত হয়েছেন।

ভুক্তভোগী বিল্লাল মিয়া বলেন, শুক্রবার রাত ৮টার দিকে ভৈরব ঘাট থেকে বাজিতপুর দিঘিরপাড় ঘাটে রাতে অবস্থান করার জন্য নৌকা ছেড়ে যাওয়ার সময়ে হঠাৎ করে দুটি নৌকা করে একদল লোক দেশীয় অস্ত্রসহ নিয়ে আমাদের নৌকা থামিয়ে তল্লাশি চালায়। সে সময় আমাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। তারা নৌকায় তল্লাশি চালিয়ে কোনো কিছু না পেয়ে আমাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এরপর পুলিশ এসে তাদের কাছ মোবাইল উদ্ধার করে আমাদের ফেরত দেয়।

ভোরের দিকে নৌকা ছেড়ে যাওয়ার সময়ে একদল লোক অস্ত্র হামলা চালিয়ে নৌকা থেকে তেলের ড্রাম, দামি সিগারেট কার্টুনসহ প্রায় ৫০-৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরপর আমরা ১৫-২০টি নৌকার মাঝি সুনামগঞ্জ না গিয়ে ভৈরব ঘাটে ফিরে আসি।

Advertisement

তাহিরপুর গামী নৌকার মাঝি এরশাদ মিয়া বলেন, ভৈরব থেকে সুনামগঞ্জ নৌপথে যাত্রা পথে প্রায় ডাকাতের কবলে পড়ছি। নদীতে নৌ ডাকাতের ভয়ে ১০ মালবোঝাই বল্কহেড নৌকা ও কার্গো উপজেলার খলাপাড়া ঘাটে নোঙর করে রেখেছি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে মালামাল পরিবহন করতে হয়। সে জন্য নৌপথে ডাকাত আতংকে রয়েছি।

ভৈরবের ব্যবসায়ী রায়হান মিয়া বলেন, নদীবন্দর ভৈরব থেকে নৌপথে ৭৫ শতাংশ মালামাল সরবরাহ করা হয়। ভৈরব থেকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বাদাঘাট এলাকায় মালামাল নৌপথে পাঠানো হয়। কিন্তু ডাকাত আতংকের কারণে বন্ধ রয়েছে এ পথে নৌ-চলাচল। এতে আমরা লোকসানের মুখে পড়েছি।

নৌঘাটের ইজারাদার খোকা মিয়া বলেন, নৌকার মাঝিরা আমার কাছে একাধিকবার অভিযোগ দিয়েছে। ডাকাতি প্রসঙ্গে আমি আশুগঞ্জ ও ভৈরব নৌ-পুলিশকে অবগত করেছি। ডাকাতির জন্য ভৈরব থেকে তাহিরপুর বাদাঘাটের নৌ চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ নৌ পুলিশের এসপি মো. আসাদুজ্জামান জানান, রাতে একদল কৃষক তাদের জমি থেকে ভুট্টার গাছ কেটে নদী পার হওয়ার সময় তাদের দেখে ভয় পান জেলেরা। পরে পুলিশ তাদের আটক করে জানতে পারে তারা ডাকাত নয়। নিজেদের জমি থেকে গরুর জন্য ঘাস খাটতে কাস্তে নিয়ে জমিতে গিয়েছিলেন। তবে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

রাজীবুল হাসান/আরএইচ/এএসএম