দেশজুড়ে

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ২৫০ জনের পদত্যাগ

মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ২৫০ জন পদত্যাগ করেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করে ঘোষিত কমিটির একাংশ।

Advertisement

সংবাদ সম্মেলনে এ কমিটিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ কর্মীদের নাম দেওয়ার অভিযোগ উঠে। একই সঙ্গে কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রুদ্রসহ আহ্বায়ক ও সদস্যসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আশরাফুল ইসলাম রাজু, মেহরাব খান, আরমান, কাউছার আহমেদ, রাইয়ান ইসলাম খান, আতিকুর রহমান আশিক, মো, নাছিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কাউছার আহমেদ বলেন, কাল রাতেও আমরা কেন্দ্রের সঙ্গে মিটিং করেছি। ঘোষিত কমিটির ৪২১ জনের মধ্যে ২৫০ জন পদত্যাগ করেছেন।

Advertisement

মো. আশরাফুল ইসলাম রাজু বলেন, এক রাতে কমিটি দুই বার হয়েছে। একবার ডিলিটও করেছে। এটি ইতিহাসে নজিরবিহীন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি সাত লাখ টাকার বিনিময়ে এ কমিটি অনুমোদন দিয়েছে। তাই আমরা ফেসবুকের মাধ্যমে ২৫০ জন সদস্য পদত্যাগ করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি চাই। না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে।

মো. সজল আলী/আরএইচ/এমএস