জাতীয়

চাকরি স্থায়ী করার দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

Advertisement

এতে পল্টন, সচিবালয়সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানান। দাবি না মেনে নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এএএম/এমআইএইচএস/এএসএম

Advertisement