দেশজুড়ে

পিকনিকের বাস থেকে মাথা বের করায় প্রাণ গেলো স্কুলছাত্রের

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকের বাস থেকে মাথা বের করায় সড়কের পাশের গাছের সঙ্গে আঘাত লেগে রাশেদুল ইসলাম (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

রাশেদুল ইসলাম উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস পিকনিকের জন্য গাজীপুরের সাফারি পার্কে যাত্রা করে। কিছুক্ষণ পরে দশম শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম বাসের জানালা দিয়ে বাইরে মাথা বের করলে সড়কের পাশের একটি গাছের সঙ্গে আঘাত লেগে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

কাওসার সৌরভ/আরএইচ/এমএস