খেলাধুলা

রূপগঞ্জের ‘সারপ্রাইজ প্যাকেজ’ সাকিব

ঢাকা মোহামেডান কাগজে-কলমে এক নম্বর দল গড়তে যাচ্ছে। মাহমু্দউল্লাহ রিয়াদের সঙ্গে তামিম ইকবাল মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও সাইফউদ্দিনসহ এক ঝাঁক প্রতিষ্ঠিত ক্রিকেটার এবার সাদাকালো শিবিরে নতুন করে যুুক্ত হচ্ছেন।

Advertisement

জাগো নিউজের পাঠকরা সে খবার এক সপ্তাহ আগেই জেনে গেছেন। একইভাবে ভাঙা-গড়ার পালায় ভীষণভাবে ক্ষতিগ্রস্থ আবাহনী নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া জাতীয় দলের ৮/১০ জন আবাহনী ছাড়ছেন, সে খবরও এরইমধ্যে চাউর হয়ে গেছে।

মোহামেডানের পাশাপাশি লিজেন্ড অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ভালো দল গড়ছে। সে সংবাদও হয়েছে প্রকাশিত। এর বাইরে অগ্রণী ব্যাংক ধানমন্ডি ক্লাবও মোটামুটি মানের দল গড়ছে। এসব খবর এখন অনেকেরই জানা।

আজকাল ঢাকাই ক্রিকেটের দলবদলের আদলটাই হয়েছে এরকম। এখন আর বলবদলের আগের দিন খেলোয়াড় খোজাখুজিতে ছোটাছুটি করেন না বিভিন্ন ক্লাবের ক্রিকেটকর্তারা। সব আগে থেকেই ঠিক করে রাখেন। কথাবার্তা চূড়ান্ত করার পাশাপাশি অগ্রিম অর্থপ্রদানের হিড়িক এখন ক্রিকেটপাড়ায়।

Advertisement

এবারও সে ধারা বিদ্যমান। দুদিনব্যাপী দলবদলের বেশ কয়েকদিন আগেই ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত এবং ডাউন পেমেন্টও দিয়ে ফেলেছে ক্লাবগুলো। তারপরও আনুষ্ঠানিকতা বলে কথা। ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুদিনব্যাপী দলবদলের আনুষ্ঠানিকতা। শনিবার ও রোববারের মধ্যে পছন্দের ও নতুন বছরের চুক্তি করা ক্রিকেটারদের দলবদলের আনুষ্ঠানিকতা সারবে ক্লাবগুলো।

শনিবার বিকেলে শেরে বাংলায় শুরু হয়েছে দুদিনব্যাপী দলবদল। আজ প্রথম দিন দলবদলে অংশ নেবে দুই প্রধান ক্লাব মোহামেডান ও আবাহনী। আবাহনীর নতুন কোচ হান্নান সরকার জাগো নিউজকে নিশ্চিত করেছেন, আজ তারা দলবদলের পালায় অংশ নেবেন না। আগামীকাল রোববার নতুন ক্রিকেটারদের সই করাতে যাবেন।

একই খবর সাদাকালো শিবিরেও। মোহামেডানের ক্রিকেটকর্তা তারিকুল ইসালাম টিটু জাগোনিউজকে বলেন, ‘আমরা (মোহামেডান) রোববার দলবদলের আনুষ্ঠানিকতা সারবো।’

তবে আজ প্রথম দিনেই দলবদল অনুষ্ঠানে অংশ নেবে লিজেন্ড অব রূপগঞ্জ।

Advertisement

তানজিদ হাসান তামিম, জিসান আলম, মাহমুদুল হাসান জয়, তৌফিক খান তুষার, আকবর আলী, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজার ঠিকানা এবার লিজেন্ড অব রূপগঞ্জ। তাদের সঙ্গে সারপ্রাইজ প্যাকেজ সাকিব আল হাসানকেও দল ভেড়াতে যাচ্ছে দলটি।

আজ শনিবার ৪টা নাগাদ সেই ঘোষণাই দেবেন লিজেন্ড অব রূপগঞ্জের স্বত্ত্বধিকারী লুৎফর রহমান বাদল।

এআরবি/এমএইচ/